Advertisement |
বড় বড় কবিদের কবিতা দেখে আমারো মনে ইচ্ছা জাগে দু'লাইন কবিতা লিখার। ইচ্ছা হয় আপনাদের মাঝে আমার কবিতার পরশ ছড়িয়ে দি।
.
.
তো হয়ে যাক। ভালো হলে কিন্তু অবশ্যই নোবেল দিতে হবে। আসল না হক নকল হলেও চলবে। যেহেতু এখন সব কিছুতেই নকলের রাজত্ব।
-
"লালের উপর নীল
তোমার সাথে আমার মিল।
সাদার উপর কালা
তুমি খারাপ আমি ভালা।"
-
আর লাইন গুলা বললাম না। সব কিছু বলে দিলে আপনারা বলবেন কি।
আপনারা যে যা পারেন এই কবির উদ্দেশে কিছু কবিতার লাইন দান করে যান উক্ত ভাবের সাথে মিল রেখে।
-
আমার মনে হচ্ছে নোবেল এবার পেয়েই যাবো। আমার গাইতে ইচ্ছে করছে,
"আমারে কেউ ঠেকাইতে পারবি না, আমারে কেউ থামাইতে পারবি না।"
-রাকিব আহমেদ আলী
0 comments: