![]() |
Advertisement |
আপনি শপিং মলে যাবেন, যদি পরণে পাঞ্জাবী থাকে তবে আপনাকে একটু এক্সট্রা খাতির করে চেকাপ করা হবে কারণ আপনি জঙ্গী হতে পারেন। মুখে দাড়ি থাকলে ইসলামী ড্রেস কোড মেইনটেইন করলে আপনাকে আড়চোখে পরখ করা হবে কারণ আপনি জঙ্গী হতে পারেন। একটি মেয়ে বোরখা পরে শপিং মলে ঢুকবে তার ব্যাগ খুলে চেক করা হবে আর একটি মেয়ে অর্ধনগ্ন ভাবে শপিং মলে ঢুকবে তার দিকে কামনার ঢেকুর তুলে অভ্যর্থনা জানানো হবে।
.
আচ্ছা পাঞ্জাবী কি আসলেই জঙ্গীদের পোষাক নাকি?
আমি তো যতবারই সাদা পাঞ্জাবীর উপর কালো মুজিব কোট পরিহিত সুদর্শন বঙ্গবন্ধুকে দেখি, ততবারই দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি খুঁজে পাই। মজলুম জননেতা মাওলানা ভাসানীকে তো আমি পাঞ্জাবী ছাড়া অন্য কোন পোশাকে দেখি তাই।
.
তবে কেন আজ আমাদের সমাজে এই বর্ণবাদী আচরণ। আমাদের মিডিয়াগুলো কেনো এরকম বিদ্বেষ ছড়াচ্ছে। মুক্তিযুদ্ধ করে আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি অসাম্প্রদায়িক চেতনায় নিজের অধিকার নিয়ে মাথা উচু করে বাঁচতে। যেখানে আমাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, রাজনৈতিক স্বাধীনতা থাকবে, কথা বলার পরিবেশ থাকবে।
.
বর্তমান প্রজন্ম কেন রাজনীতি কে ঘৃণা করবে? আমাদের উচিত রাজনীতিটাকে কলুষ মুক্ত করা। আমরা রাজনীতিতে জড়াবো মানুষের জন্য এবং সেটা হবে জননীতি, রাজনীতি নয়। জনগণের সেবা করার জন্য রাজা হতে হয় না, সেবক হতে হয়। কিন্তু প্রকৃত পক্ষেই কি তা হচ্ছে?
Written By Md Nurullah Vai.
0 comments: